গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়ের। কিন্তু হাঙ্গেরিতে সিক্স ডেজ গ্র্যান্ডমাস্টার দাবায় দুজনের কেউই তা অর্জন করতে পারেননি। দুজনই নিজ নিজ বিভাগে ড্র করে চ্যাম্পিয়ন হয়েছেন।
হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার রাতে শেষ রাউন্ডে মনন ফিদে মাস্টার পাস্তোর বালাজের সঙ্গে ড্র করেন। হাঙ্গেরিয়ান ফিদে মাস্টারের রেটিং ছিল ২৪০২। এই ম্যাচ জিতলে মনন একটি গ্র্যান্ডমাস্টার নর্ম পেতেন।
জিতলে নিজের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম পেতেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানও। ফাহাদের প্রতিপক্ষ ছিলেন চীনের ফিদে মাস্টার চেন ইনিং।
দুজনেই ৯ ম্যাচে সাড়ে ৬ পয়েন্ট করে অর্জন করে শিরোপা জয় করলেও উভয়েই আধা পয়েন্টের জন্য গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জন করতে পারেননি।









