বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক-ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। অভিযোগের প্রেক্ষিতে একসময়ের বাঁহাতি পেসার জানালেন, বিসিবি ও রাষ্ট্রীয় যেকোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত তিনি।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে বিষয়টি নিয়ে মুখ খোলেন মঞ্জুরুল।
লিখেছেন, ‘বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন; যোগাযোগ করছেন। এ বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ।’
‘বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলোতেও ফেস করবো এবং আমার বক্তব্য তুলে ধরবো। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশা করছি। সেসময় পর্যন্ত অনুমানবশত কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলবো।’
সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাহানারা সাবেক পেসার মঞ্জুরুলসহ নারী ক্রিকেট দল সংশ্লিষ্ট সাবেক কয়েকজন কর্মকর্তার বিপক্ষে যৌন ও মানসিক হয়রানির অভিযোগ তুলেছেন। এরপর বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। যারা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।









