বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ ৩১ ডিসেম্বর বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে তিনি সংসদ ভবন এলাকায় পৌঁছান। জানাজায় অংশ নিতে আরও এসেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি দুপুর ১টার দিকে সংসদ ভবন প্রাঙ্গণে প্রবেশ করেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত হয়েছেন।
প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে জানানো হয়, বুধবার জানাজা শুরুর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হয়। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে জানাজায় অংশ নিতে বিপুলসংখ্যক মানুষের সমাগমে মানিক মিয়া অ্যাভিনিউতে তীব্র জায়গা সংকট দেখা দেয়। জায়গা না পেয়ে আশপাশের ভবন, গলি ও রাস্তায় ছড়িয়ে পড়ে মানুষ। বুধবার দুপুর দেড়টার দিকে ইন্দিরা রোড, খামারবাড়ি মোড়সহ আশপাশের এলাকায় এই দৃশ্য দেখা যায়। অনেকেই ভবনের গ্যারেজ, খালি জায়গা ও সড়কের পাশে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, টানা ৪০ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।









