Advertisements
চলতি মৌসুমে মেহেরপুরে আমের গুটি পর্যাপ্ত না এলেও লিচুর গুটি এসছিল আশানুরুপ। তবে বর্তমানে প্রচণ্ড তাপদাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। চাষি ও বাগান মালিকরা লিচুর গুটি টিকিয়ে রাখতে বিভিন্নভাবে চেষ্টা করলেও ঠেকাতে পারছে না। ফলে এই মৌসুমে আম লিচুতে লোকসানের আশঙ্কা করছে চাষী।








