লিভারপুল ছেড়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে যাচ্ছেন সাদিও মানে- এমন খবর কদিন ধরেই ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে। এরমাঝেই এসে গেল আরেক খবর, সেনেগাল ফরোয়ার্ডকে ২৫ মিলিয়ন পাউন্ডে নিতে চেয়েছিল বায়ার্ন, তাদের প্রস্তাব লিভারপুল প্রত্যাখ্যান করেছে।
গত সপ্তাহের শেষে বায়ার্ন ২৫ মিলিয়ন পাউন্ডে সাদিও মানেকে নেয়ার প্রস্তাব দিয়েছিল। যার ভেতর ২১ মিলিয়ন পাউন্ড ছিল ট্রান্সফার ফি ও বাকি ৪ মিলিয়ন পাউন্ড চুক্তির নানাবিধ শর্ত ঘিরে।
লিভারপুল কর্মকর্তারা প্রস্তাবটি গ্রহণ করেননি। তাদের বিশ্বাস বাভারিয়ানরা মানেকে যে অঙ্কে দলে টানতে চেয়েছে, তাতে ৩০ বর্ষী তারকাকে অবমূল্যায়ন করা হয়েছে। বায়ার্ন উপযুক্ত পরিমাণ অর্থ দেয়ার মানসিকতা না দেখানোয় অলরেডরা একজন সেরা তারকাকে বিক্রি করতে প্রস্তুত নয়।
গ্রীষ্ম মৌসুমের দলবদল বাজারে বায়ার্ন মানেকে আরও মোটা অঙ্কের প্রস্তাব নিয়ে লিভারপুলের দরজায় হাজির হবে কিনা, তা দেখার অপেক্ষায় থাকতে হবে।
দল ছাড়া প্রসঙ্গে সম্প্রতি মানে বলেছেন, ‘দল এবং সমর্থকদের সম্মান করি। ৬০-৭০ শতাংশ সেনেগালিজ কি চায় আমি লিভারপুল ছেড়ে যাই? তাদের চাওয়া মতো আমি সেটাই করব। খুব দ্রুতই জানতে পারব! তাড়াহুড়ো করবেন না, কারণ আমরা এটি একসাথে দেখব।’
মানেকে ছাড়ার আগে তার বদলি খেলোয়াড় নিশ্চিত করতে চাচ্ছে লিভারপুল। ২০১৬ সাল থেকে অলরেড ডেরায় অন্যতম সফল স্ট্রাইকার মানে। কোচ ইয়ূর্গেন ক্লপের অন্যতম শিষ্য তিনি। ছয় বছরে ২৬৯ ম্যাচে ১২০ গোল করার পাশাপাশি সতীর্থদের জাল খুঁজে দিতেও বেশ পটু ছিলেন সেনেগাল স্ট্রাইকার।
লিভারপুলের সঙ্গে মানের বর্তমান চুক্তি শেষ হবে আগামী বছর জুনে। ১২ মাস আগেই তাকে টানতে মুখিয়ে বায়ার্ন। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন ক্লাবটি তিন বছরের চুক্তি করতে আগ্রহী। কারণ চুক্তির মেয়াদ একবছর বাকি থাকলেও রবার্ট লেভান্ডোভস্কির বায়ার্ন মিউনিখ ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে রেখেছেন।








