অসাধারণ এক প্রত্যাবর্তন দেখাল ম্যানচেসটার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে জয়ের দেখা না পাওয়া ইউনাইটেড ৯০ মিনিট পর্যন্ত ছিল সমতায়। শেষ মূহুর্তে ভাগ্য বদলে যায় রুবেন আমোরিমের শিষ্যদের। যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে জয় ছিনিয়ে আনেন ব্রুনো ফের্নান্দেজ। প্রিমিয়ার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে বার্নলির সাথে লড়াই করে পূর্ণাঙ্গ পয়েন্ট আদায় করে নিয়েছে রেড ডেভিলসরা।
শনিবার ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হয় বার্নলির বিপক্ষে নামে ইউনাইটেড। আমোরিমের দল জয়ের লক্ষ্যে নামলেও ২-২ গোলে সমতায় থাকে পুরো ৯০ মিনিট। যোগ করা সময়ে ভিএআরের সাহায্যে বার্নলির ফাউল নিশ্চিত হলে পেনাল্টি পায় ইউনাইটেড। সেখানে থেকে গোলে করে ৩-২তে ম্যাচ শেষ করে স্বাগতিক দল। ইউনাইটেডের হয়ে গোল করেন ব্রায়ান এমবেউমো ও ফের্নান্দেজ এবং অন্য গোলটি আসে প্রতিপক্ষের জশ কুলেনের থেকে। বার্নলির হয়ে গোল দুটি করে লাইল ফস্টার এবং জাইডন অ্যান্থোনি।
ম্যাচের শুরুতে ফ্রি কিক পায় ইউনাইটেড, সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন ক্যাসেমিরো। পরবর্তীতে তিনি চোট পেলে কিছুক্ষণ বন্ধ থাকে খেলা। ম্যাচে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুদল। ২৭ মিনিটে ক্যাসেমিরোর হেড শট গোলপোস্টে লেগে ফিরলে বার্নলির জশ কুলেনের মাথায় লেগে সফরকারীদের জালে জড়ায়। ১-০তে এগিয়ে বিরতিতে যায় ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে শুরুর ১০ মিনিটে ফস্টারের গোলে সমতায় ফেরে বার্নলি। মিনিট দুয়েক পর এমবেউমোর গোলে ফের লিড পায় ম্যনচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৬৬ মিনিটে অ্যান্থোনির গোলে আবারও সমতায় ফেরে বার্নলি। নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আমাদ দিয়েলোকে ফাউল করেন অ্যান্থোনি। ভিআরের সাহায্য়ে স্বাগতিকদের পেনাল্টি দেন রেফারি। স্পট কিকে গোল আদায় করে রেড ডেভিলসদের জয়ের আনন্দে ভাসান ফের্নান্দেজ।
দিনের অন্য ম্যাচে, ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি ২-০ গোলে হারিয়েছে ফুলহামকে। আরেক ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে হারেছে টটেনহ্যাম।









