ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের চুক্তির মেয়াদ বাড়িয়েছে। ২০২৬ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকছেন ৫৩ বর্ষী ডাচ কোচ। ম্যানচেস্টার ইউনাইটেড তার চুক্তি বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
প্রতিক্রিয়ায় টেন হাগ জানিয়েছেন, ‘এক সাথে কাজ করার জন্য এক বছরের চুক্তি বাড়ানোয় আমি খুব খুশি। গত দুই বছরের দিকে তাকালে আমরা দেখব, আমরা দুটি শিরোপা জিতেছি। আমি যখন ক্লাবে যোগ দিয়েছিলাম তখন আমরা যেখানে ছিলাম তারচেয়ে অনেক অগ্রগতি হয়েছে।’
‘যাইহোক, আমাদের এ বিষয়টি স্পষ্ট থাকতে হবে যে, ক্লাবের আশানুযায়ী এখনও অনেক কাজ বাকি। যার অর্থ, লিগ ও ইউরোপিয়ান শিরোপা জিততে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’
টেন হাগ ২০২২ সালের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে জার্মানির রালফ রাঙ্গনিকের স্থলাভিষিক্ত হন। হয়ে ইংলিশ এফএ কাপ ও ইংলিশ লিগ কাপ জিতিয়েছেন।








