ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৪-২৫ মৌসুমের শুরুটা জয় দিয়ে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরের মাঠে ফুলহামকে হারানোর পর পরের দুটি ম্যাচেই হেরে গেছে এরিক টেন হাগের দল। ব্রাইটন ও লিভারপুলের কাছে পরাজয়ের চতুর্থ ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে ইউনাইটেড। সাউদাম্পটনকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি।
সেন্ট ম্যারি’স স্টেডিয়ামে স্বাগতিক সাউদাম্পটনের জালে বল পাঠিয়েছেন মাটিয়াস ডি লিগট, মার্কাস রাশফোর্ড ও আলেজান্দ্রো গারনাচো। চার ম্যাচে দুই জয়ে টেবিলের সাথে উঠে এসেছে ইউনাইটেড। অন্যদিকে চার ম্যাচের চারটিতেই হেরে তলানিতে সাউদাম্পটন।
ঘরের মাঠে শুরুর দিকে ভালোই লড়েছিল সাউদাম্পটন। ইউনাইটেডের পরীক্ষাও নিয়েছিল বেশ। ৩১ মিনিটে একটি পেনাল্টিও পায় তারা। তবে গোলরক্ষক আন্দ্রে ওনানা ঠেকিয়ে দেনে ক্যামেরন আর্চারের নেয়া শট। চার মিনিট পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। ডি লিগট গোল করে লিড এনে দেন। ইংলিশ ক্লাবটির হয়ে ডি লিগটের প্রথম গোল এটি। ৪১ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে দ্বিতীয় গোলটি এনে দেন রাশফোর্ড। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউনাইটেড।
বিরতির পর একের পর এক আক্রমণ করতে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না ইউনাইটেড। গারনাচোকে ফাউল করায় ৭৯ মিনিটে লাল কার্ড দেখতে হয়ে সাউদাম্পটনের স্টিভেনসকে। পরে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে তৃতীয় গোলটি এনে দেন ৭৩ মিনিটে রাশফোর্ডের বদলি হিসেবে নামা আর্জেন্টাইন ফরোয়ার্ড গারনাচো।









