পর্তুগীজ তারকা ব্রুনো ফের্নান্দেস ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন, এমন খবর উড়ছে ফুটবল অঙ্গনে। এ নিয়ে কথা বলেছেন দলটির কোচ রুবেন আমোরিম। তার সাফ কথা, এ মৌসুমে ৩০ বর্ষী তারকাকে কোথাও যেতে দেয়া হবে না। ফের্নান্দেসের ভবিষ্যৎ আপাতত ওল্ড ট্রাফোর্ডে।
ফের্নান্দেসের দলবদলের খবর নিয়ে আমোরিম বলেছেন, ‘সে দলবদল করছে, আপাতত এমন হচ্ছে না। সে কোথাও যাচ্ছে না। কারণ তার সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে।’
‘সে ৩০ বছরের হলেও এখনও তরুণ। কারণ প্রতি মৌসুমে ৫৫ ম্যাচ খেলে। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ভালো পরিসংখ্যান তার। তার মতো খেলোয়াড় আমরা এখানে চাই। মানে সে কোথাও যাচ্ছে না। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। বুঝতে পারি সে এখানে ভালো আছে।’
মৌসমে এপর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করেছেন ব্রুনো, অ্যাসিস্ট করেছেন আরও ১৬টি। মার্চের শেষপর্যন্ত তারচেয়ে বেশি গোল করেছেন মোহাম্মেদ সালাহ (৫৪) এবং আর্লিং হালান্ড (৩৩)।
৩০ বছর বয়সী ফের্নান্দেস ২০২০ সালে স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টারে আসেন। ২৭৭ ম্যাচে ৯৫ গোল করেছেন। ওল্ড ট্রাফোর্ডে চুক্তির মেয়াদ আছে ২০২৭ পর্যন্ত।









