মৌসুমের মাঝের দিকে কোচ পাল্টেও ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশা কোনোভবেই কাটছে না। টেবিলের তলানির দিকে থাকা দলটি এবার হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে। ক্রিস্টাল প্যালেসের কাছে এ হারে টেবিলে এক ধাপ নিচে নেমে গেছে দলটি।
ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধ গোলশুন্য ড্র ছিল, কোনো দলই জালের দেখা পায়নি। স্বাগতিকদের সুবিধা নিয়েও কোনো সুবিধা আদায় করতে পারেনি রুবেন আমোরিমের দল। উল্টো ৬৪ মিনিটে জ্যাঁ ফিলিপ মাতেতার গোলে পিছিয়ে পড়ে। ফিরি ফিরি করে উল্টো ৮৯ মিনিটে মাতেতার আরেক গোল হজম করে বসে রেড ডেভিলরা।
নির্ধারিত সময় শেষ হওয়ার পর আরও ১০ মিনিট খেলা হয় যোগ করা সময়ে। তবে এ সময় জালের দেখা পায়নি ব্রুনো ফের্নান্দেসের দল। পরে আর কোনো গোল না হলে ওই ২-০তে হেরে মাঠ ছাড়ে ম্যানইউ। ম্যাচের বল পজিশন, পাস বা কর্নার কোনোকিছুতেই ধারেকাছে ছিল না ক্রিস্টাল প্যালেস। তবুও গোলমুখে তিনটি শট নিয়ে দুটিতে জালের দেখা পায় তারা।
এ জয়ে টেবিলে একধাপ উন্নতি করেছে ক্রিস্টাল প্যালেস, ম্যানচেস্টার ইউনাইটেডে স্থান দখল করে ১২তে উঠে এসেছে দলটি। অন্যদিকে ১৩তে নেমে গেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি। ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে লিভারপুল।









