প্রিমিয়ার লিগে টানা ৭ ম্যাচ অপরাজিত আর্সেনাল। বার্নলিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে এগিয়ে থাকলেও ছন্দ হারিয়েছে দ্রুতই। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বার্নলির ঘরের মাঠে আর্সেনালের হয়ে গোল দুটি করেন ভিক্টর গায়কোরেস এবং ডেকলান রাইস। ম্যাচের ১৪ মিনিটে জালের দেখা পায় ভিক্টর গায়কোরেস। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাইস। ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে কোন দল জালের দেখা না পেলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মাইকেল আর্তোর শিষ্যরা।
এদিকে নটিংহ্যাম ফরেস্টের মাঠে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগতিকদের হয়ে গোল দুটি করে মরগান গিবস-হোয়াইট এবং নিকোলো সাভোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেন ক্যাসেমিরো এবং আমাদ ডায়ালো।
ম্যাচের ৩৪ মিনিটে ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মরগান গিবসের গোলে সমতায় আসে ফরেস্ট। ৫০ মিনিটে সাভোনার গোলে লিড পায় স্বাগতিক দলটি। ম্যাচের ৮১ মিনিটে আমাদ ডায়ালোর গোলে ম্যাচে সমতায় আসে রুবেন আমোরিমের শিষ্যরা।
আরেকম্যাচে দিয়াগো গোমেজের জোড়া গোলে ঘরের মাঠে লিডস ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাইটন। গোমেজের পাশাপাশি আরও একটি গোল করেন ড্যানি ওয়েলবেক। ম্যাচের ১১ মিনিটে ওয়েলবেক গোল করলে ১-০তে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ৬৪ মিনিটে গোমেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাইটন। ৭০ মিনিটে গোমেজ আবারও গোল করলে স্কোরবোর্ডে তৃতীয় গোল যোগ হয়।
ঘরের মাঠে ব্রেনফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে ক্রিস্ট্যাল প্যালেস। ম্যাচের ৩০ মিনিটে প্যালেসের হয়ে গোল করেন জিন-ফিলিপ মাতেতা। নাথান কলিন্স নিজের জালে বল জড়ালে ব্যবধান দ্বিগুণ হয় প্যালেসের।
অন্য ম্যাচে ঘরের মাঠে উলভসের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ফুলহ্যাম। ম্যাচের ৯ মিনিটেই রায়ান সেসেগননের গোলে এগিয়ে যায়স্বাগতিক দল। ৩৬ মিনিটে উলভসের ইমানুয়েল আগবাদো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে হ্যারি উইলসন ফুলহ্যামের ব্যবধান দ্বিগুণ করেন। ৭৫ মিনিটে ইয়েরসন মস্কেরা নিজের জালে বল জড়ালে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফুলহ্যাম।









