গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসেরে যান ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ কিংবদন্তির প্রস্থানের পর তার ৭ নম্বর জার্সিটি দেয়া হয়নি কাউকে। এবার আইকনিক নম্বরটি হস্তান্তর করতে চলেছে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি। তা পেতে যাচ্ছেন আর্জেন্টাইন তরুণ তারকা আলেজান্দ্রো গার্নাচো। খবর ইউরোপিয়ান সংবাদমাধ্যমের।
ম্যানচেস্টার ইউনাইটেডে বর্তমানে ৪৯ নম্বর জার্সি পরেন গার্নাচো। গতবছর এপ্রিলে প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে অভিষেক হয় তার। মৌসুমে ৩৬ ম্যাচে গোল করেছেন ৫টি করিয়েছেনও ৫টি। দুর্দান্ত পারফর্মে ঠাঁই পেয়েছেন ২০২৩ সালের গোল্ডের বয় পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও। আর তাতেই আস্থা অর্জন করেছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগের। পুরস্কারস্বরূপ আগামী মৌসুমে দলে নিয়মিত হওয়ার ইঙ্গিতও পেয়েছেন গার্নাচো। সঙ্গে পেতে যাচ্ছেন আইকনিক ৭ নম্বর জার্সিও।
২০২৮ সাল পর্যন্ত গার্নাচোর সঙ্গে নতুন করে চুক্তিও বাড়িয়েছে ইউনাইটেডে। নতুন মৌসুমে তরুণ আর্জেন্টাইনকে ৭ নম্বর জার্সি দেয়া এটি একটি মাইলফলকও হবে। কারণ, ২০০৩ সালে পর্তুগিজ মহাতারকার পর প্রথম টিনএজার হিসেবে এই জার্সি পরার স্বাদ পাবেন গার্নাচো। রোনালদোর ছাড়াও জর্জ বেস্ট, এরিক ক্যান্টোনা ও ডেভিড বেকহ্যাম পরেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আইকনিক নম্বর সংবলিত জার্সিটি।







