আর্থিক খাতগুলোর লেনদেনে অমিল পাওয়ার অভিযোগে আলোচনায় ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি। সংবাদ সম্মেলনে প্রায়শই সম্মুখীন হতে হচ্ছে নানা প্রশ্নের। এবার তার জবাব দিলেন ব্লুজদের বস পেপ গার্দিওলা, বলছেন এখনও তারা নির্দোষ।
‘ইতিমধ্যে আমাদের নিন্দা করা হচ্ছে। ক্লাব প্রমাণ করেছে যে তারা সম্পূর্ণ নির্দোষ, তাহলে এখনই কেন আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌছাবো। প্রিমিয়ার লিগের বাকি ১৯ দল আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে দোষারোপ করছে।’
‘‘আমরা ভাগ্যবান যে এমন সমাজে বাস করি যেখানে প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা নির্দোষ। সে কথা বলার সুযোগ আমাদের আছে। লোকে বলছে, ‘আমরা দোষী’। আমাদের ভালো আইনজীবি আছে, কিন্তু প্রিমিয়ার লিগের বাকি ১৯ দল আরও ভালো আইনজীবির সহায়তা নিতে যাচ্ছে। আমরা দোষী হলে যা শাস্তি মেনে নিবো, কিন্তু নির্দোষ হলে আমাদের যে ক্ষতি হলো তা কিভাবে উদ্ধার করব।’ প্রশ্ন রেখে যান ব্লুজদের সফল কোচ।’’
২০২০ সালের ফেব্রুয়ারিতে দুবছরের জন্য সিটিকে নিষিদ্ধ করেছিল উয়েফা। পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে সেই নিষেধাজ্ঞা উঠে যায়।
২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত আর্থিক খাতগুলোতে লেনদেনে অমিল পাওয়া গেছে অভিযোগ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে ভাঙার কারণে পয়েন্ট কাটা, বড় জরিমানাসহ লিগে অবনমনের ঝুঁকিও আছে সিটিজেনদের।







