ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডি ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছিলেন। পরে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ফরাসি ডিফেন্ডারের বেতন বন্ধ করে দিয়েছিল। মামলায় অব্যাহতি পেয়ে সিটির বিরুদ্ধে মামলা করেছিলেন মেন্ডি, যা জিতে গেছেন। এজন্য তার দাবিকৃত অর্থের প্রায় অনেকটাই, ১১ মিলিয়ন পাউন্ড শোধ করতে হবে ক্লাবটিকে।
নিজের পাওনা দাবি করে গতবছর মামলা করেছিলেন মেন্ডি। সেখানে লিখেছিলেন, ক্লাব ২০২১ সালের সেপ্টেম্বরের পর থেকে বেতন বন্ধ করেছিল। ২০২৩ সালের জুন পর্যন্ত তার সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি ছিল। ছয়টি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর সেই অর্থ দাবি করে মামলা করেছেন।
বিচারক জোয়ানে ডানলপ মামলার রায়ে বলেছেন, ‘মি. মেন্ডি মামলায় যে পরিমাণ অর্থের দাবি করেছেন তার সবটুকু তিনি পাবেন না, কিছু অর্থ তাকে দেয়া হবে।’ আদালতের রায়ের পর ম্যানচেস্টার সিটি থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মেন্ডির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ওই বছরের আগস্ট থেকে মাসিক বেতন পাঁচ লাখ পাউন্ড বন্ধ করে দেয় ম্যানচেস্টার সিটি। এসময় তার সাবেক সতীর্থ রাহিম স্টালিং, বের্নার্দো সিলভা এবং রিয়াদ মাহারেজ তাকে আর্থিকভাবে সহায়তা করেছিলেন। ৩০ বর্ষী মেন্ডি বর্তমানে ফ্রান্সের দ্বিতীয় সারির লিগেল দল লরিয়েন্টের হয়ে খেলছেন।









