রোববার এগিয়ে থেকেও শেষ মুহুর্তের দুই গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। এর সঙ্গে সিটির জন্য যুক্ত হয়েছে আরেকটি দুঃসংবাদ, ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়া সমর্থকের মৃত্যু হয়েছে।
একটি বিবৃতিতে সিটিজেনরা জানিয়েছে, ‘ম্যানচেস্টার সিটি এই মর্মান্তিক সংবাদ সম্পর্কে অবগত যে, আমাদের একজন সমর্থক রোববার ম্যাচের সময় চিকিৎসা সংক্রান্ত ঘটনার পর মারা গেছেন।’
‘ক্লাবের প্রত্যেকের চিন্তাভাবনা এমন যে অবিশ্বাস্য কঠিন এ সময়ে ওই সমর্থক এবং তাদের পরিবার এবং বন্ধুদের সাথে আছি আমরা।’
প্রত্যক্ষ্যদর্শী একজন জানিয়েছেন,‘তখন প্রায় ১০টা বেজে চার। আমরা প্রবেশদ্বার কে গ্রাউন্ডের দিকে যাচ্ছিলাম এবং ভদ্রলোককে মেঝেতে সিপিআর করছিল। আমাদের সামনে মাত্র কয়েকজন লোক ছিল। সেখানে একজন স্টুয়ার্ড কাজ করছিলেন এবং আমরা সবাই তাদের জন্য একটি ডিফিব্রিলেটর পাওয়ার জন্য চিৎকার করছিলাম।’
প্রথমার্ধে লিড পাওয়া ম্যানচেস্টার সিটি ম্যাচজুড়ে এগিয়েই ছিল। ম্যানচেস্টার ডার্বিতে জয়ের খুব কাছেই ছিল পেপ গার্দিওলার দল। তবে সিটিজেনদের খারাপ সময় কাটেনি। শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ডার্বি নিজেদের করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।









