উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৪-০ গোলে জিতে প্রিমিয়ার লিগের চলতি আসর শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। এরপরই ছন্দ হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। টটেনহ্যামের কাছে ২-০ গোলে হারের পর তৃতীয় ম্যাচে ব্রাইটনের বিপক্ষে হার দেখেছে সিটিজেনরা।
ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে স্টেডিয়ামে ২-১ গোলে সিটিকে হারিয়েছে ব্রাইটন। স্বাগতিকদের গোল দুটি করেন জেমস মিলনার ও ব্রাজান গুর্দা। সিটিজেনদের একমাত্র গোলটি করেন আর্লিং হালান্ড।
প্রথমার্ধে দাপুটে খেলেছিল সফরকারীরা। ৩৪ মিনিটে ওমার মারমুশের থ্রো থেকে বল পান হালান্ড। বাঁ-পায়ের শটে ব্রাইটন জালে বল পাঠান। এরপর একাধিক আক্রমণ করলেও জালের দেখা পেতে ব্যর্থ হয় সিটিজেনরা। ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ব্রাইটন। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। একের পর এক আক্রমণে সিটি রক্ষণভাগের বেশ পরীক্ষা নেয় তারা। ৬৫ মিনিটে ডি বক্সে ম্যাথেউস নুনেসের হাতে বল লাগায় পেনাল্টি পায় ব্রাইটন। স্পট কিক থেকে গোল করেন জেমস। ৮৯ মিনিটে ব্রাজান দ্বিতীয় গোলটি করেন। ২-১ ব্যবধানে লিড ধরে রেখে মাঠ ছাড়ে ব্রাইটন।









