আর্সেনাল থেকে এক ম্যাচ ও এক পয়েন্ট পিছিয়ে টটেনহ্যাম হটস্পারের স্টেডিয়ামে নেমেছিল ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ স্পারদের মাঠ ছিল বড় শঙ্কার কারণ! সব উড়িয়ে ২-০ গোলের জয়ে ফিরে এসেছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন সিটি। দুটি গোলই করেছেন গোলমেশিন আর্লিং হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার মৌসুমে শিরোপা জেতার রেকর্ড থেকে এক জয় দূরে এখন পেপ গার্দিওলার দল।
প্রথমার্ধে গোলশূন্য ড্র রেখে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাসে সহজ সুযোগ কাজে লাগিয়ে সিটিজেনদের ১-০ গোলে এগিয়ে দেন হালান্ড। পরে যোগ করা সময়ে, ৯১ মিনিটে জেরোমি ডকুকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় সিটি। পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন নরওয়ে তারকা। যেটি মৌসুমে তার ২৭তম গোল।
সিটিজেনদের জয়ের রাতে আর্সেনালের শিরোপার স্বপ্ন আরও ফিকে হয়ে গেছে, জয় ছাড়া অন্যকিছু চিন্তার অবকাশ নেই দলটির। মৌসুমের শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে জিতেও সিটির হার বা ড্র, গোলপার্থক্য, অ্যাওয়ে গোল এবং কার্ডসহ নানা সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে গানারদের। ৩৭ রাউন্ড খেলা ম্যানসিটির পয়েন্ট ৮৮, শীর্ষে তাদের অবস্থান। সমান ম্যাচ খেলা আর্সেনালের দুই পয়েন্ট কম ৮৬, তাদের অবস্থান দুইয়ে।
টটেনহ্যাম ঘরের মাঠে হেরে টেবিলের একধাপ উপরে ওঠার সুযোগ হাতছাড়া করেছে। তাতে দলটির চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ আপাতত থাকছে না। ইউরোপা লিগে খেলেই সন্তুষ্ট থাকতে হবে। টেবিলের সেরা চার নিশ্চিত হওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে অ্যাস্টন ভিলা। সবশেষে ৪১ বছর আগে ইউরোপসেরাদের লিগে খেলেছিল বর্তমানে উনাই এমেরির দল।
এডারসন মার্কেজের পরিবর্তে গোলকিপিং করতে নেমে ম্যাচজয়ী দুটি সেভ দিয়েছেন ওর্তেগা মোরেইরা। প্রথমার্ধেও বেন্টাঙ্কুরের দারুণ প্রচেষ্টা রুখে দিয়েছিলেন ব্রাজিলিয়ান এডারসন। খেলার প্রায় শেষদিকে ম্যানুয়েল আকেঞ্জির ভুলে ওর্তেগাকে একা পেয়েও গোল করতে পারেননি সন হিউন মিন।
১৯মে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলে এবারের আসর শেষ করবে গত আসরে ট্রেবলজয়ী পেপ গার্দিওলার দল। আর্সেনাল ড্র বা হারলে সিটিজেনদের জয়ের উৎসব শুরু হবে আগেই। আর আর্সেনাল যদি শেষ ম্যাচ জেতে তাহলে আসরের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে।









