‘মঞ্চ ৭১’ এর পূর্ব নির্ধারিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে হামলা করেছে ‘মঞ্চ ২৪’ এর সদস্যরা। এসময় অনু্ষ্ঠানের অতিথি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৮ আগস্ট ঢাকা রিপোর্টাস ইউনিটির শফিকুল কবির মিলনায়তন থেকে তাদের আটক করে। এর আগে আওয়ামী লীগের নেতা-কর্মী, শিক্ষক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীদের নিয়ে ‘মঞ্চ ৭১’ এর পূর্ব নির্ধারিত আলোচনা অনুষ্ঠানে হামলা করে তারা।
জেড আই খান পান্নার সভাপতিত্বে আয়োজিত এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন। এছাড়াও আব্দুল লতিফ সিদ্দিকীসহ আরও কয়েকজন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান স্থলে ‘মঞ্চ ২৪’ এর সদস্যরা উপস্থিত হয়ে প্রতিবাদ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানালে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
পুলিশের রমনা বিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।









