আগামী গ্রীষ্মের দলবদলে ক্লাবের খরচ বাঁচাতে অভিনব উদ্যোগ নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমান কোচ রুবেন আমোরিমের নেতৃত্বে দলকে আরো শক্তিশালী করতে চায় ইউনাইটেড। বেতন ও আনুষাঙ্গিক খরচ থেকে প্রতি সপ্তাহে প্রায় ১ মিলিয়ন পাউন্ড করে বাঁচাতে চাচ্ছে ক্লাবটি।
ম্যানচেস্টার ইউনাইটেডের লক্ষ্য তাদের মাঝমাঠকে আরো শক্তিশালী করা। তরুণ খেলোয়াড়দের নিয়ে দলকে সাজাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ভাবনার জন্যই এমন উদ্যোগ নিয়েছে ক্লাবটি।
যদিও চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে ক্যাসেমিরো, হ্যারি ম্যাগুয়ের ও জ্যাডন সানচোর। ক্লাবটি থেকে উচ্চহারে বেতন পাচ্ছেন এই ফুটবলাররা। এছাড়া ধারে বার্সেলোনায় যাওয়া মার্কাস র্যাশফোর্ডকে ক্লাবটি বেতন দেয় প্রতি সপ্তাহে তিন লাখ পাউন্ডের ওপরে। ক্লাবটির নজর এই ফুটবলারকে স্থায়ীভাবে বার্সেলোনা কিংবা অন্য কোনো ক্লাবে পাঠানো। তাতে তাদের খরচ অনেকাংশে কমে যাবে।
ক্লাবটির সূত্রের বরাতে ইউরোপীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, এই ধরণের সঞ্চয়ে ক্লাবের আর্থিক উন্নতি হবে। ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সের অধীনেন স্কোয়াড পুনর্গঠনের পরবর্তী ধাপ সম্পন্ন করতে এগিয়ে যাবে তারা।
এরই মধ্যে ব্রাইটনের মিডফিল্ডার কার্লোস বালেবাকে দলে নিতে চেয়েছে ইংলিশ ক্লাবটি। ক্যামেরুনের ২১ বর্ষী সিগালসকে নিতেও গ্রীষ্মের দলবদলের আগ্রহ দেখিয়েছিল। এখন তার মূল্য ১১৫ মিলিয়ন পাউন্ড।
ক্লাবটির আগ্রহ আছে ক্রিস্টাল প্যালেসের ২১ বর্ষী ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম ওয়ার্টনের প্রতি। দলে নিতে চায় স্টুটগার্টের ২৪ বর্ষী অ্যাঞ্জেলো স্টিলারকেও।









