কক্সবাজারে মার্কিন নারীর শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম নামের এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।
মঙ্গলবার ১৯ আগস্ট ঘটনার ৫ মাসের মধ্যে দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ তাওহীদুল আনোয়ার।
সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।
মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল একজন মার্কিন নাগরিক। স্বামীর চাকুরি সূত্রে তিনি কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকার শাহীন টাওয়ারে বসবাস করেন।
মামলার নথির বরাতে তাওহীদুল আনোয়ার বলেন, মঙ্গলবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন।
এতে আসামীর বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, গত ১০ মার্চ সকালে মার্কিন নারী নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেল অপর এক নারী সঙ্গীকে নিয়ে প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণে বের হন।
এক পর্যায়ে তিনি পায়চারি করে সার্কিট হাউজ এলাকায় পৌঁছেন। এসময় তারিকুল ইসলাম নামের এক যুবক তার শ্লীলতাহানির চেষ্টা করেন।
পরে ঘটনার ওইদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।
পিপি তাওহীদুল আনোয়ার আরও বলেন, মামলা দায়ের হওয়ার দুইদিন পর গত ১২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন।
পরে গত ১৮ মার্চ আদালত চার্জগঠন করেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ থেকে আদালত বিচারকাজ শুরু করেন।









