চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্ব শেষে প্লে-অফের ম্যাচ নিয়ে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির কথার লড়াই শুরু হয়েছিল। সিটির বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না আনচেলত্তির এমন কথার পিঠে রিয়াল-বায়ার্নকে ভোগাবে সিটি, এমন বলেছিলেন গার্দিওলা। কথার রেশ কাটতে না কাটতে প্রতিপক্ষ তারা, প্লে-অফে ম্যানসিটিকেই পেয়েছে রিয়াল।
শুক্রবার প্লে-অফের ড্র’তে ম্যানসিটি ও রিয়ালের মুখোমুখি হওয়া ঠিক হয়েছে, এর মানে শেষ ষোলোর আগে বাদ পড়ছে দুটির এক দল। প্লে-অফে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বায়ার্ন মিউনিখ। ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন প্রতিপক্ষ পেয়েছে স্বদেশি ব্রেস্তকে।
প্লে-অফের প্রথম লেগ শুরু হবে ১১-১২ ফেব্রুয়ারি এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৮-১৯ ফেব্রুয়ারি। প্রতিটি দল একবার মঙ্গলবার ও একবার বুধবার খেলবে। প্লে-অফ থেকে জয়ী ৮ দল যোগ দেবে আগে থেকে শেষ ষোলোয় থাকা বাকি ৮ দলের সঙ্গে। রাউন্ড অব ১৬-এর ড্র হবে ২১ ফেব্রুয়ারি। একইদিনে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্রও হবে।
নতুন নিয়মের আসরে ৩৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলে শীর্ষ আট দল সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। দলগুলো হল- লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, লিল, অ্যাস্টন ভিলা।
নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে, শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে। প্রতিটি দলকে টেবিলে স্থান অনুযায়ী জোড়া বানানো হয়েছে এবং তারা আলাদা ব্র্যাকেটে ছিল, যাতে ফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হতে পারে।
মার্চের ৪-৫ মার্চ রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগের পর ১১-১২ মার্চ হবে ফিরতি লেগ। কোয়ার্টার ফাইনালের দুই লেগ হবে যথাক্রমে ৮-৯ ও ১৫-১৬ এপ্রিল, ২৯-৩০ সেমিফাইনালের প্রথম লেগের পর ফিরতি লেগ হবে ৬-৭ মে। জার্মানির মিউনিখে ৩১মে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
এক নজরে কার প্রতিপক্ষ কে
ব্রেস্ত-প্যারিস সেইন্ট জার্মেইন
ক্লাব ব্রুগে-আটালান্টা
ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস-পিএসভি আইন্দোহভেন
মোনাকো-বেনফিকা
স্পোর্টিং লিসবন- বরুশিয়া ডর্টমুন্ড
সেল্টিক-বায়ার্ন মিউনিখ
ফেইনুর্দ-এসি মিলান









