ইংলিশ প্রিমিয়ার লিগের গোলমেশিন আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটির সাথে নতুন চুক্তি করেছেন। নতুন চুক্তির মেয়াদ ১০ বছর, ২০৩৪ পর্যন্ত ইতিহাদেই থাকছেন নরওয়ের তারকা। ২০২২ সালে ডর্টমুন্ড থেকে ইংল্যান্ডে আসেন তিনি।
২০২২ সালের মে-তে ৫ বছরের চুক্তিতে ম্যানসিটিতে যোগ দিয়েছেন হালান্ড। আড়াই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ১১১ গোলের দেখা পেয়েছেন ২৪ বর্ষী তারকা। টানা লিগ শিরোপা জয়ের পাশাপাশি সিটিজেনদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ও ট্রেবল জয়ে গত মৌসুমে ছিল উজ্জ্বল।
মেয়াদ বাড়িয়ে হালান্ড বলেছেন, ‘ম্যানসিটির সাথে নতুন চুক্তি স্বাক্ষর করতে পেরে সত্যিই অনেক খুশি। দুর্দান্ত এ ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি। আমি গার্দিওলা, তার কোচিং স্টাফ, আমার সতীর্থ এবং ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা সবাই আমাকে গত কয়েক বছরে অনেক সাহায্য করেছে। তারা ক্লাবকে এমন বিশেষ জায়গা করে তুলেছে এবং এখন আমি সিটির, যাই হোক না কেনো।’
২০২২-২৩ মৌসুমে সিটিতে যোগ দিয়ে ৩৬ ম্যাচে রেকর্ড ৩৫ গোল করেছিলেন। পুরো মৌসুমে ৫২ গোল করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিলেন।
হালান্ডের নতুন চুক্তিতে সিটির ডিরেক্টর বলেছেন, ‘ক্লাবের সবাই খুবই আনন্দিত যে হালান্ড নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। এতদিন ধরে চুক্তিবদ্ধ থাকার বিষয়টি একজন খেলোয়াড় হিসেবে তার প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং ক্লাবের প্রতি তার ভালোবাসার প্রমাণ দেয়।’









