ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বির দুঃখ কাটতে না কাটতেই আবারও হোঁচট ম্যানচেস্টার সিটির। চ্যাম্পিয়ন্স লিগে সপ্তম রাউন্ডে নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিমটের কাছে হেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। দলটির স্প্যানিশ কোচ গার্দিওলা বলছেন, সবকিছুই ম্যানসিটির বিপক্ষে যাচ্ছে।
ম্যানসিটির থেকে শক্তিমত্তায় বেশ পিছিয়ে বোডো/গ্লিমট, ঘরের মাঠে সিটিকে রুখে দিয়েছে সহজে। গার্দিওলার শিষ্যদের ৩-১ গোলে হারিয়েছে। ২২ এবং ২৪ মিনিটে ক্যাসপার ভারস্ট হগের জোড়া গোলে এগিয়ে যায় বোডো। দ্বিতীয়ার্ধে জেন্স হ্যুগ তৃতীয় গোলটি করেন। ৬০ মিনিটে রায়ান চেরকির গোলে ব্যবধান কিছুটা কমে ম্যানসিটির।
গার্দিওলা পরে বলেছেন, ‘মুহূর্তে ৩-১ গোল ব্যবধানের মিনিট পর লাল কার্ড, অনেক কারণে সবকিছুই আমাদের বিরুদ্ধে। বিশেষ করে যখন আমরা সান্দারল্যান্ডে নববর্ষ শুরু করেছিলাম। আমাদের চোটের পর চোট যাচ্ছে এবং ফ্লুতে আক্রান্ত ম্যাথিউস নুনেস এখানে আসতে পারেনি।’
‘সুতরাং, আমাদের সমস্যা আছে, চ্যাম্পিয়ন্স লিগ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শীর্ষস্তরে সবসময় এক বা দুই মাস ধরে ধারাবাহিকতা বজায় রাখা একটু বেশি কঠিন। আমরা উইঙ্গার জেরেমি ডকু, স্যাসিনহোকে পাইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিপক্ষ গোছানো এবং আমাদের উপর চাপ তৈরি করেছিল।’







