সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ হারে বিব্রতকর অবস্থার পড়েছে ম্যানচেস্টার সিটি। ২০০৬ সালের পর প্রথম টানা পঞ্চম হার দেখেছে পেপ গার্দিওলার দল। অধারাবাহিক পারফরম্যান্সে শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়লেও হাল ছাড়তে রাজি নন স্পেনিয়ার্ড কোচ। ধৈর্য ধরে মৌসুম শেষ করতে পারলে কাঙ্ক্ষিত ফলও আসবে, বলছেন গার্দিওলা।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্দের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৫৩ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘অনুভব করছি, এই মৌসুমে আমরা খুব ভালো কিছু করব। হাল ছেড়ে দিতে রাজি নই। মন বলছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব। সুতরাং, এসব নিয়ে খুব বেশি ভাবছি না, নির্ভার থাকছি। যদি এটা না করি, লক্ষ্যে পৌঁছাতে পারব না। এখন শুধু এটাই ভাবছি যে, কীভাবে অল্প সময়ের মধ্যে পরের ম্যাচের দিকে মনোযোগ দেয়া যায় এবং জয় পাওয়া যায়। যা চাই তা হল প্রতিশ্রুতি।’
পাঁচ ম্যাচ হারলেও এখনও খেলার ধরনে কোনো বড় পরিবর্তন চান না গার্দিওলা। বলেছেন, ‘আমার কী পরিবর্তন করা উচিত? খেলার ধরন বা প্রক্রিয়া এবং মৌলিক বিষয়গুলোতে আমরা বিশ্বাসী। যখন কোনো ম্যাচ হেরে যাই, আমাদের কিছু ধৈর্য ধারণ করা উচিত। যখন একটি উত্তরাধিকার হবেন, তখন সেই দলটির ঐতিহ্য ও সাফল্য আপনাকে রক্ষা করতে হবে। এটি পরিচালনা করা খুব কঠিন।’
গার্দিওলার বিশ্বাস কোনো এক ম্যাচে জয় পেলেই দল আবারও আত্মবিশ্বাসী হয়ে উঠবে, ‘একদিন জিততে চলেছি এবং আমরা মানসিকভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠব। আশা করি সেই জয়টি আসবে হয়ত মঙ্গলবার, যদি না হয় (তারপর) রোববার, তাও যদি না হয় পরেরটি।’









