নিজেদের জাল অক্ষুণ্ণ রাখা গোলরক্ষকের আসল কাজ হলেও গোল করে বা সতীর্থদের দিয়ে গোল করিয়েও মাঝে মাঝে অবদান রাখতে দেখা যায় পোস্টপ্রহরীদের। ফুটবলে এমন দারুণ মুহূর্তের ঘটনা অবশ্য খুব বেশি দেখাও যায় না। ম্যানচেস্টার সিটি তারকা এডেরসন সেই রেকর্ডই গড়েছেন সতীর্থদের দিয়ে গোল করিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন ব্রাজিলীয় তারকা।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে ৪-০তে জিতেছে সিটি। সিটির মিশরীয় ফরোয়ার্ড ওমর মারমোউস নিজের দ্বিতীয় ইপিএল ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করেছেন। এই ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ৬টি গোলে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন সিটি গোলরক্ষক এডেরসন।
নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে মারমোউস প্রথম গোলটি করেন। সেই গোলে মূল অবদান ছিল এডেরসনের। নিজেদের বক্স থেকে বেশ বাইরে বল ভাসিয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে। বল নিয়ে নিউক্যাসল গোলরক্ষকের মাথার উপর দিয়ে ভাসানো শটে গোল করেন মারমোউস। বল জালে জড়াতে ডিফেন্ডাররা উদযাপনে মাতেন এডেরসনের সঙ্গে। সিটি খেলোয়াড়রা লিড নেয়ার মূল কৃতিত্ব দিয়েছেন তাকে।
🩵 @OmarMarmoush‘s first goal for City! pic.twitter.com/kYEXLu9bcx
— Manchester City (@ManCity) February 15, 2025
এর মাধ্যমে ইপিএলে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ছয়টি গোলে অ্যাসিস্টের মাইলফলকে নাম লেখান সিটি তারকা। প্রিমিয়ার লিগ ইতিহাসে এতদিন গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ৫ গোলে সহায়তার রেকর্ড ছিল পল রবিনসন। তাকে ছাড়িয়ে যাওয়া এডেরসন শুধু এই মৌসুমেই ৩টি অ্যাসিস্ট করেছেন। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রবিনসন ইপিএলে খেলেছেন লিডস ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, ব্ল্যাকবার্ন রোভার্স ও বার্নলির হয়ে।









