নিউজিল্যান্ডে হীরাখচিত একটি লকেট গিলে ফেলায় চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছেন এক ব্যক্তি।
বুধবার (৩ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে পুলিশ জানিয়েছে, লুট হওয়া ওই লকেটের মূল্য ৩৩ লাখ ৫৮৫ নিউজিল্যান্ড ডলার (১৯ হাজার ৩০০ ডলার), যা এখনও উদ্ধার করা যায়নি।
গত শুক্রবার বিকেলে মধ্য অকল্যান্ডের পার্ট্রিজ জুয়েলার্সে এ ঘটনা ঘটলে পুলিশ ডাকা হয় এবং ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে দোকান থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং এখনও তাকে হেফাজতে রাখা হয়েছে।
জুয়েলার্সের ওয়েবসাইট অনুসারে, চুরি হওয়া লকেটটি ৬০টি সাদা হীরা এবং ১৫টি নীল নীলকান্তমণি দিয়ে সজ্জিত এবং খোলার সময় ১৮ ক্যারেট সোনার একটি ক্ষুদ্র অক্টোপাস দেখা যায়। ১৯৮৩ সালের জেমস বন্ডের একটি চলচ্চিত্রের নামে এর নামকরণ করা হয়েছিল।
সন্দেহভাজন ব্যক্তিকে ৮ ডিসেম্বর আবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।









