টিভিতে লাইভ সম্প্রচারের সময় এক নারী প্রতিবেদককে স্পর্শ করায় ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ।
বিবিসি জানিয়েছে, ইসা বালাডো মঙ্গলবার মাদ্রিদে একটি ডাকাতির বিষয়ে লাইভ রিপোর্ট করছিলেন। এমন সময় ওই ব্যক্তি ইসার শরীর স্পর্শ করেন। এরপরও ইসা লাইভ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রোগ্রামের হোস্ট নাছো আবাদ তাকে থামিয়ে দিয়ে বলেন, ‘ইসা তোমাকে বাধা দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও, কিন্তু ওই ব্যক্তি কি তোমাকে স্পর্শ করেছেন?’
জবাবে ইসা হ্যাঁ বললে, আবাদ বলেন, ‘ইডিয়টটিকে’ ক্যামেরার সামনে নিয়ে আসুন। ওই সময়ও লোকটি ইসার পাশে দাঁড়িয়ে ছিল এবং হাসছিল। এসময় ইসা বলেন, আপনি যদি জানতে চান আমরা কোন চ্যানেল থেকে এসেছি তাহলে কি সত্যিই আমাকে স্পর্শ করতে হবে? আমি একটি লাইভ শো করছি এবং কাজ করছি। লোকটি তখন তাকে স্পর্শ করার কথা অস্বীকার করে এবং সে চলে যাওয়ার সময় ইসার মাথায় সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করে।
পুলিশ জানিয়েছে, একজন সাংবাদিককে লাইভ শো করার সময় লাঞ্ছিত করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।স্পেনের শ্রমমন্ত্রী ইয়োলান্ডা দিয়াজও বলেছেন, ওই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া উচিত নয়।







