দুইদিন পলাতক থাকার পর মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের শিশু ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি তসলেম উদ্দীনকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ।
আজ (২৪ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড়বলদিয়া বাজারে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাসলেম উদ্দীনকে গ্রেপ্তারের পর থানার গেটের সামনে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তসলেম উদ্দীন মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের বিলাত মিস্ত্রীর ছেলে।
মুজিবনগর থানার উপপরিদর্শক আশরাফ এই তথ্য নিশ্চিত করে জানান, ধর্ষক তসলেম উদ্দীন ঘটনার পরপরই পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় তার লোকেশন নিশ্চিত হয়ে পুলিশের একটি টিম দর্শনা থানার বড়বলদিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট বেলা সাড়ে ১২ টার দিকে তসলেম প্রতিবেশী আলাউদ্দিন মন্ডলের ৪ বছর বয়সী শিশুকে তুলে নিয়ে গিয়ে একটি ঘাসের জমিতে ধর্ষণ করে। পরে মেয়েটি তার বাড়িতে এসে জানালে, পরিবার তাকে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে এলে ধর্ষণের আলামত পাওয়া যায়।
এরপর এই ঘটনায় শিশুর মা জেসমিন খাতুন বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) ধারায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেন।







