স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মঞ্চ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বলা হয় মামুনুর রশীদকে। যিনি একাধারে নাট্যকার, নির্দেশক ও অভিনেতা! সেই সাথে আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তার ১৯তম জন্মদিন!
গুণী এই নাট্য ব্যক্তিত্বের বয়স ৭৬ হলেও জন্মদিন ১৯তম! কারণ লিপ-ইয়ারে জন্মগ্রহণ করা প্রথিতযশা এই নাট্যকারের জন্মদিবসটি আসে চার বছর পর পর! তাই প্রতীক্ষিত জন্মদিনটি নিয়ে চ্যানেল আইয়ে থাকছে বিশেষ আয়োজন।
এদিন দুপুরে চ্যানেল আইয়ে তাকে দেয়া হবে লাল গালিচা সংবর্ধনা। সেইসাথে দুপুর ১২ টায় চ্যানেল আই প্রাঙ্গণে মামুনুর রশীদকে নিয়ে কথা বলবেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ সহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
শুধু তাই নয়, তাকে নিবেদিত বিশিষ্ট ব্যক্তিদের লেখা নিয়ে একটি সংকলন ‘অক্লান্ত প্রাণ এক মামুনুর রশীদ’ প্রকাশ করছে ইমপ্রেস টেলিফিল্ম লি. চ্যানেল আই। সংকলনটির প্রকাশনা উৎসবও হবে একই সময়ে।







