ইরানে হওয়া নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কাবাডি দলের কোচ ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় শাহনাজ পারভীন মালেকা। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে বিভিন্ন আসরে খেললেও আন্তর্জাতিকভাবে কোনো পদক জিততে পারেননি। কোচ হিসেবে বাংলাদেশ দলের প্রথম কাবাডি পদক অর্জনে গর্ববোধ করছেন তিনি।
বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আসরে ভালো করার জন্য সবধরনের সহযোগিতা করেছে কাবাডি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক যাওয়া-আসা থেকে শুরু করে সকল বিষয়ের খোঁজখবর নিয়েছেন। কীভাবে খেললে আমাদের জন্য ভালো হবে সেসব বিষয়েও জানার চেষ্টা করেছেন।’
‘নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক এনে দিয়েছি। এ সাফল্যের জন্য আমি গর্ববোধ করি। দলের প্রতিটি খেলোয়াড় জানপ্রাণ দিয়ে খেলার চেষ্টা করেছে। কোচ হিসেবে আমিও তাদের সাহস দিয়েছি যে, তোমরা খেলো। আমরা ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে এগিয়েছি। মেয়েরা আমার কথা শুনেছে।’
নিজেদের সীমাবদ্ধতার কথায় মালেকা বললেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমরা পদক হারিয়েছিলাম। আবার ফিরিয়ে আনতে শুরু করেছি। আমাদের জন্য কিছু করলে আমরা দেশকে আরও কিছু দিতে পারবো। আমাদের দেশে আর্থিক সমস্যাটা অনেকবেশি। এই মেয়েদের যদি আর্থিকভাবে সহায়তা করা হয়, আরও ভালো খেলবে। কাবাডি আমাদের জাতীয় খেলা এবং চাই এটা আরও ছড়িয়ে পড়ুক।’









