মাত্র ২৪ বছরেই প্রয়াত হলেন মালয়ালাম সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মীকা সাজীবন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। ভারতীয় একাধিক রিপোর্ট অনুযায়ী জানা গেছে, আরব আমিরাতের শারজাহতে হৃদরোগে আক্রান্ত হন লক্ষ্মীকা। সেখানে একটি ব্যাংকে কর্মরত ছিলেন তিনি।
অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে পুরো মালয়ালাম বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। শর্ট ফিল্ম ‘কাক্কা’র জন্য পরিচিতি পেয়েছিলেন লক্ষ্মীকা সাজীবন। এই ছবিতে তিনি পঞ্চমী নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন, যা দর্শক মহলে সমাদৃত হয়েছে। শুধু দর্শক নয়, সমালোচকরাও পছন্দ করেছেন তার চরিত্রটি।
পুজয়াম্মা, পঞ্চভারনাথথা, সৌদি ভেল্লাক্কা, উয়ারে, ওরু কুত্তানাদান ব্লগ, ওরু ইয়ামান্দান প্রেমকথা এবং ‘নিত্যহরিতা নয়াগান’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন লক্ষ্মীকা সাজীবন। প্রশান্ত বি পরিচালিত ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুন’ ছবিতে তাকে শেষ দেখা যায়।
পূজায়াম্মা (২০২১) ছবিতে দেবযানীর শিক্ষিকার ভূমিকায় তিনি প্রশংসিত হয়েছেছিলেন। ছবিটির পরিচালক বিজয়েশ মানি। অভিনেত্রীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করছেন ভক্তরা। –টাইমস অব ইন্ডিয়া








