বুধবার সকালে মালাইকা অরোরার বাবা অনিল মেহতার নিথর দেহ উদ্ধার করা হয়। নিজের বাড়ির ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি, এমনটাই অনুমান করছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে মালাইকা ও তার বোন অমৃতাকে ফোন করেছিলেন তাদের বাবা।
ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ছয়তলা থেকে ঝাঁপ দেয়ার কিছুক্ষণ আগেই মেয়েদের শেষ বারের মতো ফোন করেছিলেন অনিল মেহতা। ৬২ বছর বয়সী অনিল ফোনে মেয়েদের বলেন, ‘আমি অসুস্থ এবং ক্লান্ত’। এসময়ে পুনের একটি ইভেন্টে যাচ্ছিলেন মালাইকা, তখনই বাবার শেষ ফোনটি রিসিভ করেন তিনি।
মালাইকা ইনস্টাগ্রামে এক পোস্ট শেয়ার করে বাবার মৃত্যুর খবরটি জানিয়েছেন। লিখেছেন, ‘গভীর দুঃখের সাথে আমাদের বাবা অনিল মেহতার মৃত্যুর খবরটি জানাচ্ছি। তিনি ভালো মানুষ ছিলেন, নিবেদিত নানা, একজন প্রেমময় স্বামী এবং আমাদের সেরা বন্ধু।’
বুধবার সকালে মালাইকা অরোরার বাবার মৃত্যুর খবর মেলে। ছয়তলা থেকে ঝাঁপ দেন অনিল মেহতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে মৃত্যু তা স্পষ্ট জানা যায়নি। প্রাথমিকভাবে এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস









