সদ্যই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত আসন্ন হরর সিনেমা ‘থাম্মা’র নতুন আইটেম গান ‘পয়জন বেবি’। যেখানে রাশমিকার সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে ‘মুন্নি বদনাম’ খ্যাত বলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরাকেও।
আর সেই গানে ৫২ বছর বয়সী মালাইকা অরোরার ঠুমকায় কুপোকাত সকলে। তবে মুদ্রার অপর পিঠে দেখা গেল অন্য চিত্র। ‘পয়জন বেবি’ আইটেম গানটিতে মালাইকা অরোরার কিছু নাচের স্টেপে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রীর ছেলে আরহান।
এক সাক্ষাৎকারে সাংবাদিকদের মালাইকা বলেছেন, “আমার ছেলে ‘পয়জন বেবি’ দেখেছে। ও তো সমালোচনা করতে ছাড়ে না। ও বলেছে, ‘তুমি এরকমও নাচতে পারো না’!” যদিও আরহানকে নিয়ে বক্তব্য জানানোর পরেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। জানিয়েছেন, ছেলে এভাবেই তার সঙ্গে ঠাট্টা করেন।
তবে মায়ের ওপরে ছেলের নীতিপুলিশি নতুন নয়। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার সময়ে মালাইকাকে সামাজিকমাধ্যমে নানা কটাক্ষ সহ্য করতে হতো। সেই সময়েও আরহান মাকে নানা কথা বলেছেন। প্রকাশ্যে জানিয়েছিলেন, মায়ের এই সম্পর্কের কারণে তাকে নাকি বন্ধুদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়।
মায়ের মতো আরহানও খুব ভালো নাচতে পারেন, গর্বের সঙ্গে জানিয়েছেন মালাইকা অরোরা। মা-ছেলে বাড়িতে থাকলে ‘মুন্নি বদনাম হুয়ি’ চালিয়ে একসঙ্গে নাচেন। মায়ের এই গুণ ছেলে পেয়েছেন, তাতে বেজায় খুশি মালাইকা।- টাইমস অব ইন্ডিয়া









