গত দুই বছর যাবত রাজনীতিতে সরব হয়ে উঠেছেন নায়িকা মাহিয়া মাহি। এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে চেয়ে নৌকার মনোনয়ন কিনে পাননি এই নায়িকা। তবে থেমে যাননি, দ্বিগুণ উৎসাহে মাহিয়া মাহি দাপিয়ে বেড়াচ্ছেন তার নির্বাচনী এলাকা।
আসন্ন জাতীয় নির্বাচনে আবারও নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে চান মাহি। তিনি বলেন, আমার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। সেখানকার মানুষ চায়, আমি নির্বাচনে অংশ নেই। এ কারণে মনোনয়ন ফরম কিনেছি। সবসময় ওখানকার মানুষের জন্য কাজ করা হয়। তাদের চাওয়ায় মনোনয়ন ফরম নিয়েছি। সোমবার ফরম জমা দেব। দলের ওপরে সবকিছু নির্ভর করছে। শেষ পর্যন্ত দল যাকে যোগ্য মনে করবে তাকে মনোনয়ন দেবে। তারপরও আমি শতভাগ আশাবাদী, দলের নীতিনির্ধারণী পর্যায়ে যারা আছেন, তারা তৃণমূল যাচাইবাছাই করে চূড়ান্ত মনোনয়ন দেবেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) ইতোমধ্যে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ঢালিউডের এই ‘অগ্নীকন্যা’। তার দাবি, জনগণ তাকেই নেত্রী হিসেবে চাইছে। মাহিয়া মাহি বলেন, প্রধানমন্ত্রী সবসময় নারী নেতৃত্ব সাপোর্ট করেন। তার বিভিন্ন বক্তব্যে বোঝা যায় নারীদের সবসময় অগ্রাধিকার দেন। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। আগামীতে তার ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রীর মাধ্যমে এই উন্নয়নগুলো আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য করতে চাই। আমার মধ্যে এই তৃষ্ণা দীর্ঘদিনের।
বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে আছেন মাহিয়া মাহি। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।








