রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নে সমঝোতায় পৌঁছেছেন লুকা মদ্রিচ। আরও এক বছর রিয়ালের জার্সিতে মধ্য মাঠ মাতাবেন ৩৮ বর্ষী ক্রোয়েশিয়ান তারকা। পেয়েছেন অধিনায়কত্বও।
রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে বুধবার বিবৃতি দিয়ে মদ্রিচের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত লা লিগার ক্লাবটি। চুক্তির মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়।
সবশেষ ২০২৩-২৪ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়ালের অধিনায়ক ছিলেন ৩৪ বর্ষী নাচো ফের্নান্দেজ। স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আর করে নবায়ন করছে না লস ব্লাঙ্কোস দলটি। তার শূন্যতা পূরণে মাঝমাঠের মদ্রিচের কাঁধে তুলে দেয়া হয়েছে নেতৃত্বের ভার।
২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে নাম লিখিয়েছিলেন মদ্রিচ। ক্রমেই দলটির মিডফিল্ডে তিনি হয়ে ওঠেন সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন। মাদ্রিদের ক্লাবটিতে ১২ মৌসুমে ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৬টি ট্রফি জিতেছেন।
২০১৮ সালে ব্যালন ডি’অর জেতা মদ্রিচ রিয়ালের জার্সিতে ৫৩৪ ম্যাচ খেলে ৩৯টি গোল করেছেন। জাতীয় দল ক্রোয়েশিয়ার হয়ে খেলেছেন রেকর্ড ১৭৮ ম্যাচ।









