লা লিগায় চলতি মৌসুমে টানা ৬ ম্যাচের সবকটিতে জিতেছিল রিয়াল মাদ্রিদ। সপ্তম ম্যাচে এসে ছন্দ হারাল জাভি আলোন্সোর দল। মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর মাদ্রিদের বিপক্ষে বিধ্বস্ত হয়েছে রিয়াল। জুলিয়ান আলভারাজের জোড়া গোলে লস ব্লাঙ্কোসদের ৫-২ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল।
ঘরের মাঠে আলভারাজের জোড়া গোলের পাশাপাশি জালের দেখা পেয়েছেন রবিন লে নরমান্ড, আলেক্সেন্ডার সরলথ ও অ্যান্টোনিও গ্রিজম্যান। রিয়ালের হয়ে গোল দুটি করেছেন কাইলিয়ান এমবাপে ও আর্দা গুলার।
ম্যাচের ১৪ মিনিটে নরমান্ডের গোলে লিড পায় অ্যাটলেটিকো। ২৫ মিনিটে অবশ্য কাইলিয়ান এমবাপে গোল করে রিয়ালকে সমতায় ফেরান। ৩৬ মিনিটে সফরকারীদের লিড এনে দেন গুলার। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অ্যাটলেটিকোকে সমতায় ফেরান সরলথ। ২-২ সমতায় বিরতিতে যায় দুদল।
বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে ফ্রি কিকে গোল করে স্বাগতিকদের ফের লিড এনে দেন আলভারেজ। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা। আগের ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আলভারেজ।
এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গ্রিজম্যান অ্যাটলেটিকোর হয়ে পঞ্চম গোলটি করেন। ৫-২ ব্যবধানে জিতে মাঠে সিমিওনে শিষ্যরা।









