সাভারের ধামরাইয়ে ১০ বছর বয়সি এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে জুবায়ের আহমেদ নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) রাতে ধামরাইর রোয়াইল ইউনিয়নের খরারচর থেকে তাকে গ্রেপ্তার করে ধামরাই থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার রাতে ধামরাইর খরারচর এলাকায় তালিমুল কোরআন মাদ্রাসায় ওই শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন মাদ্রাসার শিক্ষক জুবায়ের আহমেদ। পরে রাতেই ওই শিক্ষার্থী নিজ বাসায় ফিরে বলাৎকারের বিষয়টি তার মাকে বললে রাতেই ভুক্তভোগীর পরিবার ধামরাই থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ খরারচর এলাকায় অভিযান চালিয়ে সেই শিক্ষককে গ্রেপ্তার করে।
অভিযুক্তকে মঙ্গলবার (৬ মে) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।









