তুচ্ছ ঘটনা নিয়ে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে স্থানীয় রঙ্গিপাড়া গ্রামবাসীদের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করে চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
এ ঘটনায় শনিবার রাত ১০টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত উপজেলা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুুমিন।









