ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত হলো বিশেষ টেলিফিল্ম ‘মাধবী’। এতে অভিনয় করেছেন কচি খন্দকার, আদিল, বৃষ্টি ও তামুর। নাইস নূরের চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী। চ্যানেল আইতে ১৭ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে এটি প্রচারিত হবে।
‘মাধবী’ পুরোপুরি রোম্যান্টিক গল্পের টেলিফিল্ম। নাইস নূর বলেন, ফেব্রুয়ারিতে কখনো আমার লেখা টেলিফিল্ম আগে কখনও প্রচার হয়নি। এর কারণ বইমেলা।
‘নিউজরুম আর বইমেলা নিয়েই দৌড়াদৌড়ি ছিল। এবারই প্রথম একটা টেলিফিল্ম ফেব্রুয়ারিতে লিখেছি। কারওয়ান বাজারে একটি ‘স্টুডিও মাধবী’ আছে। নামটা ভালো লাগে আমার। তখনই মনে হয়ছিল এই নামে একটা নাটক লিখব।’
পরিচালক এহসান এলাহী বাপ্পী বলেন, মাধবী ভিন্নধর্মী একটা গল্প। গ্রামীণ পরিবেশে সুন্দর লোকেশনে আমরা শুটিং করেছি। আশা করছি, দর্শকদের টেলিফিল্মটি ভালো লাগবে।








