গানে গানে ৪৫ বছর পেরিয়ে ব্যান্ড তারকা মাকসুদুল হক। যাকে সবাই চেনেন মাকসুদ নামে। প্রেম ও দ্রোহের কথা দিয়ে গানে সুরে মাতিয়ে রেখেছেন সেই ১৯৭৮ সাল থেকে।
সংগীত জীবনের এই বর্ণাঢ্য ৪৫ বছর উদযাপন করতে উদ্যোগ নিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। এ বিষয়ে বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, মাকসুদের সংগীত জীবনের ৪৫ বছর উদযাপনে তারা আয়োজন করতে যাচ্ছেন একটি কনসার্ট এর। যেটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশের মূল মিলনায়তনে। যে অনুষ্ঠানি হবে ‘মাকসুদ-৪৫ ইয়ার্স ইন মিউজিক’ শিরোনামে।
সংবাদ সম্মেলনে জানানো হয়,সেই কনসার্টে মাকসুদকে সংবর্ধনাও দেওয়া হবে। একই সঙ্গে সংগীতজীবনের দীর্ঘ পথচলার জানা-অজানা গল্পও জানাবেন। আয়োজনে চমক হিসেবে থাকবে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড দলের পরিবেশনা। তালিকায় আছে ফিডব্যাক, মাইলস, দলছুট, ওয়ারফেজ ও পেন্টাগন। তারা মাকসুদের গাওয়া জনপ্রিয় গানের সঙ্গে জ্যামিং করবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) প্রথম সভাপতি মাকসুদুল হককে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সংগঠনটির বর্তমান সভাপতি হামিন আহমেদ, ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু, পেন্টাগন ব্যান্ডের প্রধান আলী সুমন প্রমুখ।







