ফ্রান্সে এক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আবারও সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। মাত্র চার দিন আগে পদত্যাগ করা লেকর্নুকে পুনরায় দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন ম্যাক্রোঁ।
আজ (১১ অক্টোবর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শুক্রবার রাতে ফ্রান্সের এলিসি প্রাসাদে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ম্যাক্রোঁর বৈঠকের পর এই ঘোষণা আসে। এলিসি প্রাসাদের বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট লেকর্নুকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন এবং তাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
৩৯ বছর বয়সী লেকর্নু ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এক্স (টুইটার)-এ দেওয়া বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রপতির অর্পিত দায়িত্ব আমি দেশের স্বার্থে গ্রহণ করছি— বছরের শেষের মধ্যে বাজেট পাস করা এবং নাগরিকদের দৈনন্দিন সমস্যার সমাধান করাই এখন আমার লক্ষ্য। আমি একজন সৈনিক-সন্ন্যাসীর মতো এই মিশন সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব।
চমকপ্রদ এই নিয়োগে ফরাসি রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। কারণ, দুই দিন আগেই জাতীয় টেলিভিশনে লেকর্নু বলেছিলেন, তিনি পদটির পেছনে ছুটছেন না এবং তার মিশন শেষ হয়েছে। তবে লেকর্নুর জন্য সামনে পথ মোটেও সহজ নয়। সোমবারের মধ্যে সংসদে ২০২৬ অর্থবছরের বাজেট পেশ করার সময়সীমা রয়েছে তার সামনে।









