‘রাজপথের বাদশা’ খ্যাত চলচ্চিত্র পরিচালক এম এ আউয়াল (৬০) আর নেই। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে এই পরিচালকের মরদেহ উদ্ধার করেছে হাতিরঝিল থানার পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন, ঘুমের মধ্যেই মারা গেছে বলে অনুমান করছে পুলিশ।
বরেণ্য চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ সংবাদমাধ্যমকে বলেন, পরিচালক এম এ আউয়াল, আনোয়ার সিরাজীসহ ৭-৮ জন কলাকুশলী একটি মেসে থাকত, গতকাল আনোয়ার সিরাজী বিকেলে তার সঙ্গে কথা বলে এফডিসিতে আসেন। সে সময়ই তার শরীরটা ভালো ছিল না বলেছিলেন।
পুলিশ জানিয়েছে, দিলু রোডের একটি বাড়ির পঞ্চম তলার একটি মেস থেকে এম এ আউয়ালের লাশ উদ্ধার করা হয়। ওই মেসে তিনিসহ কয়েকজন সহকর্মী মিলে ভাড়া থাকতেন। মঙ্গলবাল (৭মে) সকালে তার সঙ্গে আরও যারা থাকতেন তারা যে যার মতো কাজে চলে যান। রাতে বাসায় ফিরে রুমের দরজা যখন বন্ধ পেয়ে ডাকাডাকি করার পরও কোন সাড়া শব্দ না পেয়ে থানায় খবর দেন। পরবর্তীতে সেখানে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। এ সময় দেখা যায় বিছানায় পড়ে ছিল নির্মাতার মরদেহ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এম এ আউয়াল চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ সিনেমাতে কাজ করেন। এরপর তিনি পূর্ণ পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ সিনেমা পরিচালনা করেন।









