দেশের চলমান নানা ক্রাইসিসে শিল্পী বা তারকাদের অনেকক্ষেত্রে নিরব দর্শকদের ভূমিকায় দেখা যায়। অনেকে মুখ ফুটে বলতে চেয়েও বলতে পারেন না, আবার লিখতে গিয়েও নানা হুমকি ও চাপের মুখোমুখি হন। বেশিরভাগ এসব কারণে দেশের শিল্পীদের চুপ থাকতে দেখা যায়।
শিল্পীদের সুনসান নিরব থাকা নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সুরকার, গীতিকার, লেখক ও শিল্পী লুৎফর হাসান। ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানের এই শিল্পী লেখেন, শিল্পীরা ক্ষতির সম্মুখীন, তবুও শিল্পীরা চুপ। এমন কথা ভেসে বেড়াচ্ছে। আদতে আমরা কথা বলি কয়জন? সবাই কেন কথা বলবে? সবাই তো কথা শেখেও নাই। শিল্পীরা কথা বলতে ভয় পায়। কারণ, শিল্পীরা আক্রান্ত হলে তাদের পাশে কাউকে পায় না৷ শিল্পীরা চুপ, এই অভিযোগ তাই অযৌক্তিক।
নিজের উদাহরণ টেনে লুৎফর হাসান লেখেন, আমরা যারা সব ইস্যুতে কথা বলি, আমাদের যাপিত জীবনের অবস্থা জানেন? সকালে যদি একদল আমাদের তালিকা করে, বিকালে তালিকা করে অন্য দল। সকালে যে লাভ দেয়, বিকালে দেয় হা হা। সকালে দেয় ফলো। বিকালে দেয় ব্লক। মেসেজে বিচিত্র ভাষায় থ্রেট। ফোনে যা আসে, শুনলে শরীর হিম হয়ে আসে। এসবই কথা বলার ফল।
প্রশ্ন রেখে এই শিল্পী বলেন,“তো সব শিল্পী কি এসব সামলে তাদের শিল্পের চর্চা করবে? পারবে করতে? সবাই কি আমাদের মতো এলিয়েন-থ্রেট দিলো আর থ্রেট নিয়ে নগদে গান-কবিতা লিখে ফেললাম? এসব কি সবাইকে দিয়ে সম্ভব? শিল্পীরা গা বাঁচিয়ে চলে না। ভয় পায়। কারো সাহস যেমন আপনাকে মুগ্ধ করে, কারো যৌক্তিক ভয়কেও সম্মান করুন।”
সবশেষে লুৎফর হাসান লেখেন, “শিল্পী মানে শিল্পী। যার দলীয় তেলবাজি নেই। যার দলীয় সুযোগ সুবিধা নেই। যার দলীয় ফাপরবাজি নেই। যাদের এসব আছে, তারা শিল্পী না। শিল্পী এসবের বাইরে যারা, তারাই। শিল্পী মূলত একা।”









