আইপিএলের চলতি আসরে শুরু থেকেই নড়বড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। একের পর এক হারে বিদায় নিশ্চিত হয়েছে আগেই। আসরে নিজেদের শেষ ম্যাচেও পারলা না হার্দিক পান্ডিয়ার দল। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে ১৮ রানে হেরে তলানিতে থেকেই টুর্নামেন্ট শেষ করল মুম্বাই।
ওয়াংখেড়েতে টসে জিতে লক্ষ্ণৌকে আগে ব্যাটে পাঠায় স্বাগতিক দল। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২১৪ রানের সংগ্রহ গড়ে সফরকারী দল। জবাবে নেমে ৬ উইকেটে ১৯৬ রানে থামে মুম্বাই।
আসরে ১০টি পরাজয় দেখেছে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে শেষ মুম্বাইয়ের। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে তাদের উপরে আছে পাঞ্জাব। অন্যদিকে কাগজে কলমে প্লে-অফের দৌড়ে টিকে থাকলেও রানরেটে পিছিয়ে থাকায় সুযোগ কম ছিল লক্ষ্ণৌর। মুম্বাইকে ১৮ রানে হারিয়েও লাভ হয়নি দলটির। ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে বিদায় নিশ্চিত লোকেশ রাহুলের দলের।
সফরকারীদের হয়ে দুর্দান্ত করেছেন নিকোলাস পুরান। পাঁচটি চার ও আট ছক্কায় ২৯ বলে ৭৫ রান করেছেন ক্যারিবীয় ব্যাটার। তিনটি করে চার ও ছক্কায় ৪১ বলে ৫৫ রান করেন লোকেশ রাহুল। এছাড়া মার্কাস স্টয়নিস ২২ বলে ২৮ এবং আয়ুশ বাদুনি ১০ বলে ২২ রান করেন।
স্বাগতিকদের হয়ে নুয়ান থুসারা এবং পিয়ুষ চাওলা তিনটি করে উইকেট নেন।
রানতাড়ায় নেমে দুর্দান্ত করেন রোহিত শর্মা। ১০টি চার ও তিন ছক্কায় ৩৮ বলে ৬৮ রান করেন মুম্বাই ওপেনার। শেষের দিকে ২৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হয়ন নামান ধির। তার অপরাজিত ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কার মার। এছাড়া বাকীদের সবাই ব্যর্থ হয়েছেন।
লক্ষ্ণৌর হয়ে নাভিন-উল-হক ও রবি বিষ্ণুই দুটি করে উইকেট নেন।









