ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে গোল পেয়েছেন লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ। দুই বিশ্বজয়ীর গোলে স্বাগতিক দলটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।
মধ্য আফ্রিকার দেশ দেশটির স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ম্যাচটি গড়ায় রাজধানী লুয়ান্ডায়। ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
৪৩ মিনিটে আলবিসেলেস্তেদের লিড এনে দেন মার্টিনেজ। মেসির পাস থেকে গোল করেন। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সফরকারী দলটি। ৮২ মিনিটে দ্বিতীয় গোলটি আসেন মেসির পা থেকে। অ্যাসিস্ট করেন মার্টিনেজ। পরে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।









