প্যারিস অলিম্পিকে নিয়ম ভাঙায় গেমস ভিলেজ থেকে ‘বের করে দেয়া’ হয় প্যারাগুয়ের সাঁতারু লুয়ানা আলোনসোকে। দেশটির অলিম্পিক কমিটির এমন সিদ্ধান্তের বিষয়ে বক্তব্য তুলে ধরেছেন এ সাঁতারু। জানিয়েছেন, তার সাথে আসলে কী ঘটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোনসো জানিয়েছেন, ‘আমি শুধুমাত্র এ বিষয়টি স্পষ্ট করতে চাই যে, আমাকে কোনো জায়গা থেকে বের করে দেয়া হয়নি বা বহিষ্কার করা হয়নি। দয়া করে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করেন।’
‘আমি আসলে কোনো বিবৃতির বিষয়ে কোনো কথা বলতে চাই না। তবে আমি চাই না কোনো মিথ্যা আমার উপর প্রভাব ফেলুক।’
প্যারাগুয়ের অলিম্পিক কমিটির প্রধান লরিসা শ্যায়েরার জানিয়েছিলেন, ‘লুয়ানার উপস্থিতি টিম প্যারাগুয়ের মধ্যে একটি অনুপযুক্ত পরিবেশ তৈরি করছে। আমাদের দেয়া নির্দেশনা অনুসরণ করার জন্য তাকে ধন্যবাদ। কারণ তিনি দলের নিয়ম ভঙ্গ করে বাইরে রাত কাটিয়েছেন।’









