লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিলেন তাওহীদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। কেউই পারফর্ম করতে পারেননি। ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে দুই বাংলাদেশির দল ডাম্বুলা সিক্সার্স।
পাল্লেকেলেতে সোমবার রাতে টসে হেরে ব্যাটিংয়ে নামা ডাম্বুলা তোলে ৪ উইকেটে ১৭৯ রান। মার্ক চ্যাপম্যান ৬১ বলে ৯১ ও চামিন্দু বিক্রমাসিংহে ৪২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। দুজনে পঞ্চম উইকেটে ১৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। চারে ব্যাটে নেমে হৃদয় ২ বলে ১ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন।
জবাবে ১৭.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যান্ডি। ওপেনার দীনেশ চান্ডিমাল ৪০ বলে ৬৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। অ্যাঞ্জেলো ম্যাথুজ ২০ বলে ৩৭ ও দাসুন শানাকা ১৫ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। পঞ্চম উইকেটে তারা ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
কাটার মাস্টার মোস্তাফিজ ছিলেন বেশ খরুচে। ৩ ওভারে ৪৪ রানে পান এক উইকেট। মোহাম্মদ হারিসকে ফিরতি ক্যাচে ড্রেসিংরুমে পাঠান।









