নওগাঁর বদলগাছী, দেশের উত্তর-পশ্চিমের এই অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ । আজ শনিবার ৭ ডিসেম্বর সকালে বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। সে হিসেবে বদলগাছীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ এবং শীতের তীব্রতা বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য বিপদজনক হয়ে উঠেছে। তাপমাত্রার এই পতন জনজীবনে কষ্ট বাড়িয়েছে, বিশেষ করে দিনমজুর, কৃষক ও শ্রমিকদের জন্য শীতের প্রকোপে কাজকর্মে অসুবিধা হচ্ছে।
এদিকে, সকালে কিছুটা কুয়াশা কমলেও, উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, সন্ধ্যার পর শীত আরও বাড়বে, যা শিশু ও বৃদ্ধদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠতে পারে।









