ইতোমধ্যে সম্পন্ন হয়েছে কেকে’র শেষ কৃত্যুনুষ্ঠান। তাকে দাহ করা হয়েছে মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে। পরিবার, পরিজন ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকারা। চিতায় উঠানোর পর বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন কেকে কন্যা তামারা ও স্ত্রী জ্যোতি।
এরইমধ্যে সোশাল মিডিয়ায় বাবাকে উদ্দেশ্য করে মেয়ে তামারার একটি আবেগঘন পোস্ট ছুঁয়ে যাচ্ছে কেকে’র ভক্ত অনুরাগীদের মধ্যে। সেই পোস্টে কেকে’র শেষ কৃত্যানুষ্ঠানের বিস্তারিত তথ্য শেয়ার করেছিলেন তামারা। সেই সঙ্গে বাবাকে উদ্দেশ্যে করে লিখেছিলেন, ‘তোমাকে চিরকাল ভালোবাসবো বাবা’।
মঙ্গলবার রাতে কলকাতায় কেকে’র মৃত্যু সংবাদ শুনে মুষড়ে পড়ে তার পরিবারের সদস্যরা। বুধবার সকাল হতেই মুম্বাই থেকে কলকাতায় সন্তান সহ উড়ে আসেন কেকে’র স্ত্রী জ্যোতি। এদিন বিকেলে কলকাতা থেকে কফিনবন্দি কেকে-কে নিয়ে বিমানে উড়েন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ভারসোভার বাড়িতে শায়িত ছিল কেকে-র দেহ। ভারসোভার হিন্দু মহাশ্মশানে গায়কের শেষকৃত্য সম্পন্ন করেন ছেলে নকুল।
কেকে-র মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড ও সংগীত জগৎ। এদিন কেকে-র বাড়িতে তার অন্তিম দর্শনের জন্য উপস্থিত হয়েছিলেন মহাদেবন, গুলজার, জাভেদ আখতার, অলকা ইয়াগনিক, শ্রেয়া ঘোষাল ও অভিজিৎ ভট্টাচার্যরা।







