ক্যান্সারকে হার মানিয়ে আবারও মাঠে ফেরার আশ্বাস দিলেন নেদারল্যান্ডস, বার্সেলোনা, বায়ার্ন, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ লুইস ফন গাল। জানিয়েছেন, ক্যান্সার নিয়ে আর চিন্তিত নন। ৭৩ বর্ষী কোচ তিন বছর আগে ক্যান্সারে আক্রান্তের কথা জানিয়েছিলেন।
২০২২ কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের কোচ থাকাকালীন প্রোস্টেট ক্যান্সারের কথা প্রকাশ্যে আনেন ফন গাল। বিশ্বকাপ শেষে কোচিং বিরতি নেন। দুবছর আগে হওয়া অস্ত্রোপচারের কথা জানালেন এবার। সঙ্গে সেরে ওঠার কথাও।
ফন গাল ক্যান্সার নিয়ে চিন্তা না করে ভাবছেন পুনরায় কোচিংয়ে ফিরে আসার কথা। বলেছেন, ‘ক্যান্সার নিয়ে আর ভাবছি না। দুবছর আগে শরীরে বেশকিছু অস্ত্রোপচার হয়। খুবই বাজে অভিজ্ঞতা ছিল, এটা শেষ পর্যন্ত কাজ করেছে।’
ক্যান্সার থেকে রেহাই পেলেও চিকিৎসার মধ্যে দিয়েই এগোতে হচ্ছে ফন গালকে। প্রতিনিয়ত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকের পরামর্শেই চলছেন। বলেছেন, ‘কিছু মাস পরপর চেক-আপ করাচ্ছি। ধীরে ধীরে সুস্থতাও অনুভব করেছি।’
১৯৯১ সালে আয়াক্স দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু ফন গালের। তিন দশকের বেশি সময় ইউরোপের বড় বড় ক্লাবের কোচের দায়িত্ব সামলেছেন। নেদারল্যান্ডস ও ম্যানচেস্টার ইউনাইটেড পাশাপাশি বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা এবং আয়াক্সের কোচ ছিলেন। ক্লাব কোচিংয়ে আর ফিরতে চান না, ইচ্ছে বড় কোন দেশের কোচ হবেন। বর্তমানে আয়াক্সের বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন।









